শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

দেশের তিন জেলায় নির্বাচনি সংঘর্ষে ৪২ জন আহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১২:১৩

সংগৃহীত

দেশের তিনটি জেলায় নির্বাচনি সহিংসতায় কমপক্ষে ৪২ জন আহত হয়েছেন। কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ ও বরিশালে পৃথক ঘটনায় বিএনপি, যুবদল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়েছেন।

কিশোরগঞ্জ: অষ্টগ্রামে বিএনপির নির্বাচনি জনসভায় চেয়ার নিয়ে বিতর্কে বিএনপি ও যুবদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। অষ্টগ্রাম থানার ওসি জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।

মুন্সীগঞ্জ: গজারিয়া উপজেলার মিছিলে হামলায় সাতজন আহত হয়েছেন। আহতরা স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক বলে দাবি করেছেন। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বরিশাল: গৌরনদী উপজেলায় ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের মধ্যে হাতাহাতিতে পাঁচজন আহত হয়েছেন। ঘটনা ঘটে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের গণসংযোগ চলাকালীন। উপজেলা ও থানা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রশাসন ঘটনার তদন্ত করছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top