যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে শুল্ক কমানোর আশা বাংলাদেশের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৩:৪০
জাতীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) কমানোর বিষয় আলোচনা হয়েছে। তিনি বলেন, অশুল্ক বাধা, ব্যবসা সহজীকরণ, বন্দর ও কাস্টমস ব্যবস্থার দক্ষতা—এ বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের সঙ্গে বাংলাদেশের সংস্কার কর্মসূচি মিলেছে।
লুৎফে সিদ্দিকী আশা প্রকাশ করেছেন, চলতি সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে আরোপিত শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশের কার্যক্রমের ফলে প্রায় ৬ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে।
এছাড়া তিনি জানান, পেপ্যাল নীতিগতভাবে বাংলাদেশে ব্যবসা শুরু করতে আগ্রহী। তবে প্রতিষ্ঠানটি এখন অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করবে, যা শেষ না হলে সরাসরি বাংলাদেশে কার্যক্রম শুরু হবে না। লুৎফে সিদ্দিকী বলেন, “বাংলাদেশের জনসংখ্যা এবং সুশাসনের উন্নতির কারণে প্রতিষ্ঠানটির আস্থা বেড়েছে।”
ডাব্লিউইএফ সম্মেলনে লুৎফে সিদ্দিকী বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ১৮-২০টি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন। তিনি আন্তর্জাতিক নেতাদের সঙ্গে বৈঠক ও আলোচনা চালিয়ে বাংলাদেশের কৌশলগত পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক অগ্রাধিকার তুলে ধরেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।