মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

দেশে ফিরে সর্বোচ্চ নিরাপত্তা পাবেন তারেক রহমান

স্টাফ ‍রিপোটার, ঢাকা | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৬

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অসুস্থতার মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন ছড়িয়েছে।

যদিও সম্প্রতি তারেক রহমান একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন, দেশে ফেরার সিদ্ধান্ত তার “একক নিয়ন্ত্রণাধীন নয়।” রাজনৈতিক মহলে নিরাপত্তাহীনতার কারণে তিনি দেশে আসছেন না এমন আলোচনা থাকলেও, আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দেশে প্রবেশের পর তিনি বিমানবন্দর থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তা পেতে পারেন।

গোয়েন্দা সূত্র জানায়, তারেকের দেশে ফেরা নিয়ে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তবে গতকাল পর্যন্ত তিনি দেশে ফেরার কোনো পদক্ষেপ নেননি। খালেদা জিয়ার মেডিকেল টেস্টের রিপোর্ট নেতিবাচক হলে বিদেশে নেওয়ার সক্ষমতার বিষয়টি যাচাই করা হবে। যদি তা সম্ভব না হয়, তারেক রহমান তাৎক্ষণিক দেশে ফিরতে পারেন। সূত্রের খবর, ডিসেম্বরের ১১ তারিখের মধ্যে তিনি দেশে ফিরতে পারেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তিনি শিগগিরই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

তবে লন্ডনে অবস্থানরত তারেক রহমান বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করেননি। দেশে ফেরার জন্য তিনি বাংলাদেশ বা অন্য কোনো দেশের পাসপোর্ট বা ট্রাভেল পাস ব্যবহার করতে পারেন। সরকার জানিয়েছে, চাইলে ২৪ ঘণ্টার মধ্যে ট্রাভেল পাস ইস্যু করা হবে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, তারেক রহমান এখনও ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বাংলাদেশে কারো নিরাপত্তার শঙ্কা নেই। বিশেষ নিরাপত্তার প্রয়োজন হলে সেটি দেওয়ার জন্য সরকার প্রস্তুত।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top