শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

হাদি-হত্যার হোতা কে এই শাহীন চেয়ারম্যান?

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৭

সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে ‘শাহীন চেয়ারম্যান’-এর নাম উঠে এসেছে। গোয়েন্দা সূত্রের বরাতে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, হাদি হত্যার কিলিং মিশন বাস্তবায়নে অর্থ ও অস্ত্রের জোগানদাতা ছিলেন শাহীন চেয়ারম্যান নিজেই। এ ছাড়া এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে তার সহযোগী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একাধিক নেতার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পেয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

কে এই শাহীন চেয়ারম্যান

শাহীন আহমেদ দীর্ঘদিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে রাজনৈতিক পরিচয়ের চেয়েও তিনি এলাকায় ‘মাফিয়া ডন’ হিসেবেই বেশি পরিচিত ছিলেন বলে স্থানীয়রা জানান।

শেখ হাসিনার শাসনামলে তিনি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে তার নাম দীর্ঘদিন ধরেই পুলিশের তালিকায় ছিল। একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকলেও দীর্ঘ সময় তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। বরং প্রভাব-প্রতিপত্তির কারণে প্রশাসনের একটি অংশ তাকে সমীহ করে চলত বলেও অভিযোগ রয়েছে।

এই প্রভাব কাজে লাগিয়ে তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের মতো তিনিও সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান।

বিদেশে থেকেও নাশকতার ছক

গোয়েন্দা সূত্র জানায়, ভারতে পলাতক অবস্থায় কিছুদিন নীরব থাকলেও গত তিন থেকে চার মাস ধরে শাহীন চেয়ারম্যান আবার সক্রিয় হয়ে ওঠেন। তিনি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং আওয়ামী লীগের একটি ‘হিটলিস্ট প্ল্যান’ বাস্তবায়নের চেষ্টা চালান।

আইনশৃঙ্খলা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, “কয়েকটি হোয়াটসঅ্যাপ কল ও খুদেবার্তার (এসএমএস) সূত্রে হাদি হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top