বিমানবন্দর থেকে যে পথে ৩০০ ফিটের সভাস্থলে যাবেন তারেক রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৬
নেতাকর্মীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আর মাত্র কয়েক ঘণ্টা পর দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে প্রত্যাবর্তনের পর তিনি রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেবেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমান যে পথ ব্যবহার করে ৩০০ ফিটের সভাস্থলে পৌঁছাবেন, তার বিস্তারিত রুটম্যাপ ঘোষণা করা হয়েছে।
রানওয়ে থেকে ভিআইপি গেট হয়ে ৮ নম্বর গেট। সেখান থেকে বেবিচক ভবনের সামনে দিয়ে বাম দিকে জসিম উদ্দীন ইউটার্ন নিয়ে বিমানবন্দর স্টেশন অতিক্রম করে খিলখেত ফ্লাইওভার দিয়ে ৩০০ ফিট সড়কের সভাস্থলে পৌঁছাবেন তিনি।
জানা গেছে, ৮ নম্বর গেট ও ক্যান্টিন গেটে দুটি মিডিয়া বুথ স্থাপন করা হবে। মিডিয়া পাস ছাড়া কোনো গণমাধ্যমকর্মীকে বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।
ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করেন। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান কয়েক দফা দেশে এলেও তারেক রহমান ফিরতে পারেননি। অবশেষে দীর্ঘ দেড় যুগের নির্বাসন ও রাজনৈতিক সংগ্রামের পর আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির এই শীর্ষ নেতা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।