শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, অনাকাঙ্ক্ষিত দুর্ভোগের জন্য বিএনপির দুঃখপ্রকাশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৬:১১

সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের সময় সৃষ্ট অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান পরিবারসহ দেশে প্রত্যাবর্তন করলে সারা দেশ থেকে ঢাকায় লাখ লাখ মানুষ সমাগম করেন। ফলে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয় এবং স্বাভাবিক জনজীবনে কষ্ট ও দুর্ভোগ সৃষ্টি হয়। বিএনপি এই অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এদিকে, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই বর্জ্য অপসারণ কাজ শুরু হয়। মঞ্চের সামনের এলাকায় ভাঙা গাছ, খাবারের প্যাকেট, পলিথিন, প্লাস্টিক বোতল, বাঁশ, প্ল্যাকার্ড ও ব্যানারসহ নানা ধরনের আবর্জনা দেখা যায়। দলীয় নেতাকর্মীরা দলবদ্ধভাবে এসব সংগ্রহ করে নির্ধারিত স্থানে সরিয়ে নেন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপির মিডিয়া সেল জানিয়েছিল, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত জনসমাবেশের ফলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর সড়ক ও সংলগ্ন এলাকায় সৃষ্ট বর্জ্য অপসারণ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top