শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

চট্টগ্রামে তিনটি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:২৫

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় বিএনপি প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে। দলের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনে সাইদ আল নোমান, এবং চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে, চট্টগ্রাম-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের। তবে নির্বাচনের মাঠে চূড়ান্ত লড়াইয়ে অংশগ্রহণের জন্য বিএনপি এবার চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে মনোনীত করেছে।

চট্টগ্রাম-১০ আসনের প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তাকে চট্টগ্রাম-১১ আসনে প্রার্থী করা হয়েছে। চট্টগ্রাম-১০ আসনে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান।

বিএনপির এই পরিবর্তন দলের নির্বাচনী কৌশল ও মাঠ প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top