এনসিপি ছাড়লেন আরেক নেতা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৪

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ ও ফেনী-৩ আসন থেকে জাতীয় সংসদ সদস্য প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আবুল কাশেম। রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ঘোষণায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ঘোষণায় আবুল কাশেম বলেন, নীতিগত কারণে তিনি এনসিপি থেকে পদত্যাগ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ফেনী-৩ এলাকার জনগণের উদ্দেশে সালাম জানিয়ে বলেন, তিনি আর জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন না এবং একইসঙ্গে দল থেকেও সরে দাঁড়িয়েছেন।

তিনি আরও জানান, ব্যক্তিগত ও নীতিগত বিবেচনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে এনসিপি যে রাজনৈতিক সমঝোতায় যুক্ত হয়েছে, তা তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই তিনি মনে করেন। পারস্পরিক সম্মানের ভিত্তিতেই দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

আবুল কাশেম বলেন, এই সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগের ফল নয় এবং এর পেছনে কোনো দ্বন্দ্ব নেই। মতাদর্শগত ভিন্নতার কারণেই আলাদা হওয়াকে তিনি দায়িত্বশীল পথ হিসেবে দেখেছেন। তিনি নিজেকে এলাকার একজন সন্তান হিসেবে উল্লেখ করে এতদিন যারা তাকে সমর্থন ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া অনিচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকলে সে জন্য দুঃখ প্রকাশ করে গণমাধ্যমের প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে উপস্থাপনের আহ্বান জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক বলেন, বিষয়টি তিনি এখনও অবগত নন। পাশাপাশি এনসিপির পক্ষ থেকে আবুল কাশেমের কোনো লিখিত পদত্যাগপত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি বলেও জানান তিনি। বিষয়টি পরে বিস্তারিতভাবে জানানো হবে বলে উল্লেখ করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top