শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

মওলানা ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৮:৫৩

সংগৃহীত

লন্ডন থেকে দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি ঢাকার বাইরে প্রথমবারের মতো জন্মভূমি বগুড়ার জন্য রওনা হবেন। যাত্রার শুরুতে তিনি টাঙ্গাইলে পৌঁছে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন।

বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় সূত্রে জানা গেছে, ১১ জানুয়ারি সকাল ৯-১০টার মধ্যে ঢাকার বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করবেন তারেক রহমান। দুপুর আনুমানিক ১টায় তিনি টাঙ্গাইলে পৌঁছাবেন।

দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।

বঙ্গবন্ধু হাইওয়ে ও টাঙ্গাইল জেলা জুড়ে তার আগমনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টাঙ্গাইল জেলার মির্জাপুর অংশ থেকে তারেক রহমানকে বরণ করে নেওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে। প্রশাসন নিরাপত্তার সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর তারেক রহমানের প্রথম জেলা সফর হিসেবে টাঙ্গাইলে আগমন অনেক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। আমরা সর্বোচ্চ সম্মানের সঙ্গে তাকে সংবর্ধনা জানাব।”

তিনি আরও বলেন, “দোয়া মাহফিল এবং সফর সফল করতে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। টাঙ্গাইলবাসী অধীর আগ্রহে তাকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top