বেগম খালেদা জিয়ার মৃত্যু: পৈত্রিক বাড়িতে স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়েছে রোপণ করা নিমগাছ
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১২:৩৯
বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন দুই সপ্তাহ পেরিয়ে গেছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিপুল মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং এরপর তাকে দাফন করা হয় জিয়া উদ্যানে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে।
যদিও খালেদা জিয়া নেই, তার স্মৃতি এখনো জীবন্ত রয়ে গেছে। ফেনীর ফুলগাজীর পৈত্রিক বাড়ির দরজার সামনে রোপণ করা নিমগাছটি সেই স্মৃতিচিহ্নের অন্যতম প্রতীক। ২০০৮ সালে খালেদা জিয়া এই গাছটি নিজ হাতে রোপণ করেন। যতদিন গাছটি বড় হয়, স্থানীয়রা গোড়ায় খোদাই করে তার নাম লিখে দেন। আজ সেই গাছটি শুধু স্মৃতি হিসেবেই রয়ে গেছে।
পৈত্রিক বাড়িতে এখনও তার স্পর্শ অনুভূত হয়। বসার চেয়ার, ছোট্ট খাট, খাবারের টেবিল—সবকিছুতেই লেগে আছে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতে লাগানো ছোঁয়া।
খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার বলেন, “বাড়িতে এলে তিনি বড়দের যেমন শ্রদ্ধা করতেন, তেমনি ছোটদের অনেক আদর করতেন। তাকে হারিয়ে দেশ-জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। সে ক্ষতি কখনো পোষাবে না।”
নিজ পৈতৃক নিবাসে খালেদা জিয়া জনসাধারণের জন্য মাদরাসা, মসজিদ, স্কুল ও কলেজসহ বহু স্থাপনা নির্মাণ করেছেন। তার মৃত্যুতে ফুলগাজীসহ ফেনী জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
উল্লেখ্য, খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম পুতুল। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে তিনি জন্মগ্রহণ করেন। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। তার পিতৃবংশ ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।