ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে ঐতিহাসিক:ইইউ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১৯:৩৪
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বৃহৎ পর্যবেক্ষক দল পাঠাবে। ইইউ’র মতে, এই নির্বাচন হবে ঐতিহাসিক।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ইইউ’র নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান ইভারস আইজাবস এ তথ্য জানান। এরপর রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাক্ষাতের বিবরণ জানান।
ইভারস আইজাবস বলেন, ইউরোপীয় ইউনিয়ন সাধারণত অনেক দেশে পর্যবেক্ষক পাঠায় না, এবং শেখ হাসিনার সাড়ে ১৬ বছরের শাসনকালে এ ধরনের কোনো দল পাঠানো হয়নি। এবার তারা বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাচ্ছে কারণ বাংলাদেশ তাদের বড় ট্রেড পার্টনার এবং বর্তমানে দেশের নির্বাচন নিয়ে ইতিবাচক সাড়া লক্ষ্য করেছেন।
তিনি আরও বলেন, গত তিনটি সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। এবারের ভোট গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে দেশের জন্য অত্যাবশ্যক সংস্কার এজেন্ডা বাস্তবায়ন সম্ভব হবে। পর্যবেক্ষকরা দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে, সব কেন্দ্র মনিটরিং করবে এবং বড় রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।