গানম্যান পেয়েছেন ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৩:২৫

সংগৃহীত

জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের জন্য ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ঊর্ধ্বতন সূত্র।

এর আগে রোববার (১২ জানুয়ারি) পুলিশ মহাপরিদর্শকের কাছে ডা. শফিকুর রহমানকে গানম্যান দেওয়ার জন্য একটি পত্র পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, তার নিরাপত্তার ক্ষেত্রে উচ্চমাত্রার ঝুঁকি রয়েছে। তাই তার বাসভবনে সশস্ত্র পোশাকধারী পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের বিশেষ শাখা (এসবি) আগে তার নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ পাঠিয়েছিল। সেই সুপারিশের ভিত্তিতেই গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top