বৃহঃস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

আযান শুনে বক্তব্য থামিয়ে দেন তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১৩:৩১

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি পূণ্যভূমি সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দলের প্রথম নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দুপুর ১২টা ৩৫ মিনিটে মঞ্চে উঠে তারেক রহমান দুপুর ১টার দিকে বক্তব্য শুরু করেন। তবে কিছুক্ষণ পর মসজিদের মাইক থেকে যোহরের আজানের শব্দ আসার সঙ্গে সঙ্গে তিনি বক্তব্য বন্ধ করে দেন।

সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় সকাল ১০টা ৫০ মিনিটে কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এর আগে সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জনসভাস্থলে উপস্থিত হতে শুরু করেন। বুধবার রাত থেকেই অনেকে সমাবেশস্থলের একপাশে সামিয়ানা টাঙিয়ে রাত কাটিয়েছেন।

সকাল সাড়ে ৮টার দিকে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন বিএনপি জোট জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক। সমাবেশস্থলে প্রবেশের সময় নেতাকর্মীরা “খেজুর গাছ খেজুর গাছ” স্লোগান দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এই জনসভা আয়োজন করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top