শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের অঙ্গীকার ডা. শফিকুর রহমানের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১৯:২৬

সংগৃহীত

বগুড়া শহরকে সিটি করপোরেশন ঘোষণা, যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু স্থাপন এবং শহীদ চান্দু স্টেডিয়াম পুনরায় চালু করার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামী চেয়ারম্যান ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ১০ দলের সমন্বয়ে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন। আসন্ন জাতীয় নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নিজেদের অবস্থানও পুনর্ব্যক্ত করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় এলে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। তিনি উল্লেখ করেন, আগের সরকারদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। জামায়াত ক্ষমতায় এলে মায়েদের নিরাপদ চলাচল, নারীদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান এবং যুবকদের বেকারত্ব দূর করার কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, শহীদদের স্বপ্ন ছিল বৈষম্যহীন ও ন্যায়সঙ্গত দেশ গঠন। নতুন বাংলাদেশে চাঁদাবাজি ও সিন্ডিকেটের কোনো স্থান থাকবে না।

জনসভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম খান, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

বক্তব্য রাখেন বগুড়া-১ থেকে ৭ আসনের নির্বাচনী প্রার্থীরা, যাদের মধ্যে ছিলেন অধ্যক্ষ শাহাবুদ্দিন, মাওলানা শাহাদাতুজ্জামান, নূর মোহাম্মদ আবু তাহের, ড. মোস্তফা ফয়সাল পারভেজ, দবিবুর রহমান, আবিদুর রহমান সোহেল, গোলাম রব্বানী ও অধ্যাপক নজরুল ইসলাম।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top