খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাদারীপুরের শিবচরে বিএনপির দোয়া মাহফিল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১৯:২২
মাদারীপুরের শিবচরে বিএনপির আয়োজনে সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ভান্ডারীকান্দি মাদ্রাসা মাঠে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজন করা এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত মাদারীপুর-২ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার।
দোয়া মাহফিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আগামী নির্বাচনে নাদিরা আক্তারকে মাদারীপুর-১ আসনে বিজয়ী করার জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন। শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শাহাদাৎ হোসেন খান সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী প্রমুখ।
নাদিরা আক্তার বলেন, “দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আপনাদের ধানের শীষে ভোটের আহ্বান জানাই। শিবচরে আর্ন্তজাতিক মানের হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সমানতালে করবো। আপনাদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকবো।”
মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।