শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

নুরুল হক নুরকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১৩:৫৩

সংগৃহীত

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচনি অপরাধের অভিযোগে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) জারি করা হয়েছে।

বরিশালের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ সাব্বির মো. খালিদ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নোটিশটি প্রদান করেন। অভিযোগে বলা হয়, নির্বাচনি প্রচারণার সময় নুরুল হক নুর স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন। এছাড়া ২৬ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে দশমিনা উপজেলার পাগলা বাজারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিসে নুরুল হক নুরের কর্মী-সমর্থকদের দ্বারা ভাঙচুর চালানো হয়, যার ফলে স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন কর্মী আহত হন।

নোটিশে নুরুল হক নুরকে আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১১.৩০টায় পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে উপস্থিত হয়ে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাখ্যা পাওয়ার পরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনকে প্রতিবেদন পাঠানো হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top