শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

বিএনপি যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনে, বিপদের মুখে পড়বে দলটি:আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১৫:১৬

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে দলটি আবারও বড় ধরনের বিপদে পড়বে। এটি দেশের জন্যও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

শনিবার বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, “বিএনপি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক মন্তব্য করছেন, যা উদ্বেগজনক।” তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় রাজনৈতিক ভুলের কথা উল্লেখ করে বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার সুযোগ তৈরি হয়েছিল।

এনসিপির মুখপাত্র গণভোট প্রসঙ্গে বলেন, “আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে।”

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top