যুক্তরাষ্ট্রে প্রকাশিত হল এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নথি, ট্রাম্পের নাম শত শত বার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১৬:০৫
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি জেফরি এপস্টেইন সম্পর্কিত প্রায় ৩ মিলিয়ন নথি, এক লাখ ৮০ হাজার ছবি ও দুই হাজার ভিডিও প্রকাশ করেছে। এটি সরকারের পক্ষ থেকে এ ধরনের সবচেয়ে বড় সংখ্যক নথি প্রকাশ। প্রকাশিত নথিগুলোর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নাম শত শত বার উল্লেখ রয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানিয়েছেন, নথিগুলো যাচাই প্রক্রিয়া শেষে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এ নথিগুলোতে এপস্টেইনের কারাগারের অবস্থান, মানসিক স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট এবং জেলবন্দি অবস্থায় মৃত্যুর তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া এপস্টেইনের সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল সম্পর্কিত তদন্ত নথিও প্রকাশিত হয়েছে।
নথিতে এপস্টেইন ও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির মধ্যে ই-মেইল আদান-প্রদানের তথ্যও রয়েছে। তবে ট্রাম্পের বিরুদ্ধে কোনো নির্ভরযোগ্য অভিযোগ পাওয়া যায়নি। হোয়াইট হাউস ও বিচার বিভাগ জানিয়েছে, কিছু নথিতে ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনের আগে জমা দেওয়া মিথ্যা ও অতিরঞ্জিত অভিযোগও রয়েছে।
বিল গেটসের নামও নথিতে এসেছে। গেটসের একজন মুখপাত্র এসব অভিযোগকে “সম্পূর্ণ মিথ্যা ও হাস্যকর” বলে মন্তব্য করেছেন। ই-মেইলগুলোতে গেটসের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগের প্রমাণ নেই।
নথিতে ব্রিটিশ এলিট ব্যক্তিদের সঙ্গে এপস্টেইনের সম্পর্কও উঠে এসেছে। একটি ই-মেইলে ‘দ্য ডিউক’ নামে পরিচিত একজনকে ২৬ বছর বয়সী রাশিয়ান মহিলার সঙ্গে পরিচয় করানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি এন্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের সঙ্গে সম্পর্কিত। তিনি অতীতে কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
যদিও ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, নথি যাচাই প্রক্রিয়া শেষ হয়েছে, তবে ডেমোক্র্যাটরা অভিযোগ করছেন, বিচার বিভাগ সম্ভবত প্রায় দুই লাখ ৫০ হাজার নথি এখনও প্রকাশ করেনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।