মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বিজয়ের মাসে ভারতের আত্মসমর্পণ, বাংলাদেশের সিরিজ জয়

রায়হান রাজীব | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২২, ০৮:১৫

দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে পাঁচ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল টাইগাররা। ২৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৬ রান তোলে রোহিত-কোহলিরা।

বুধবার মিরপুর স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেট হারিয়ে ২৭১ রানের সংগ্রহ পায় টাইগাররা।

টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশের ব্যাটাররা। এ পরিস্থিতিতে দলের হাল ধরেন মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ।

৭ম উইকেটে তাদের ব্যাট থেকে আসে ১৪৮ রানের জুটি। মাহমুদউল্লাহ ৭৭ রানে ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন মিরাজ। ইনিংসের শেষ বলে পূর্ণ করেন নিজের প্রথম শতক। আর দলকে পৌঁছে দেন ২৭১ রানের চ্যালেঞ্জিং স্কোরে।

জবাবে ব্যাট করতে নেমে শ্রেয়াস আইয়ারের ৮২ ও রোহিত শর্মার অপরাজিত অর্ধশতকে জয়ের কাছাকাছি চলে যায় ভারত। তবে শেষ ওভারে মুস্তাফিজুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় থেকে মাত্র ৫ রান দূরে থেকে থামে ভারতের ইনিংস।

বাংলাদেশের পক্ষে তিনটি উইকেট নেন ইবাদত হোসেন। ২টি করে উইকেট পান মিরাজ ও সাকিব আল হাসান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top