সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

ভারতে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে সুফি মাজার গুঁড়িয়ে দিলো হিন্দুত্ববাদীরা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬, ১৪:৩৭

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডের মুসৌরিতে অষ্টাদশ শতকের সুফি দার্শনিক ও কবি বাবা বুল্লে শাহের মাজার উগ্র হিন্দুত্ববাদীদের হাতে ভাঙচুরের শিকার হয়েছে। হামলাকারীরা হাতুড়ি ও লোহার রড ব্যবহার করে মাজারটি ধ্বংস করেন এবং সেখানে রাখা ধর্মীয় বইও ক্ষতিগ্রস্ত হয়।

এই ঘটনায় হরিওম, শিবায়ুন ও শ্রদ্ধা নামে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া আরও ২৫-৩০ অজ্ঞাতপরিচয় ব্যক্তির নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা গোষ্ঠীগত সম্প্রীতি বিনষ্ট, জনশান্তি ব্যাহত ও উপাসনালয় ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। তবে এখনো কেউ গ্রেফতার হয়নি এবং তদন্ত চলমান।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। হিন্দু রক্ষা দলের প্রধান পিংকি চৌধুরী ভিডিওটি শেয়ার করে দাবি করেছেন, এই হামলার মাধ্যমে তারা বাবাবুল্লে শাহকে “পাকিস্তানে ফিরিয়ে দিয়েছে।”

বাবা বুল্লে শাহ কমিটির সভাপতি রাজত আগরওয়াল বলেন, “এটি শুধু ধর্মীয় স্থাপনায় হামলা নয়, মুসৌরির শান্ত পরিবেশ নষ্ট করার চেষ্টা।” কমিটির দাবি, মাজারটি বেসরকারি স্কুলের জমিতে দীর্ঘদিন ধরে অনুমতিসহ স্থাপন করা, সরকারি জমিতে নয়। প্রশাসনিক তদন্তেও কোনো দখলদারির প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, বাবা বুল্লে শাহ ১৭৫৭ সালে মারা যান, তার মূল কবর পাকিস্তানের কাসুরে অবস্থিত।

এনএফ৭১/এমএ



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top