পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৮

শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লাল-সবুজের কিশোররা।
ম্যাচের শুরুতেই ঝড় তোলে বাংলাদেশ। খেলার মাত্র চার মিনিটের মধ্যেই দুই গোল করে এগিয়ে যায় দল। তৃতীয় মিনিটে পাকিস্তানের গোলরক্ষকের ভুলে বল দখল করে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল জালে বল পাঠান। এক মিনিট পরেই দারুণ দক্ষতায় পাকিস্তানের দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান প্রান্ত থেকে দুর্দান্ত শটে গোল করেন ফরোয়ার্ড অপু।
এরপর ম্যাচে আর কোনো গোল না হলেও বাংলাদেশ পুরো খেলায় আক্রমণাত্মক ফুটবল খেলেছে। পাকিস্তানও আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি।
পাকিস্তান গ্রুপ পর্বে দুর্দান্ত শুরু করেছিল। প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করলেও শেষ ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হেরে রানার্স-আপ হয় তারা। তবে সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়।
দিনের অন্য সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে ভারত ও নেপাল। সেই ম্যাচের বিজয়ী দল আগামী ২৭ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।