ছোট লক্ষ্য, বড় হতাশা: পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪১

ছোট লক্ষ্য তাড়ায় গড়পড়তা ব্যাটিং ব্যর্থতায় ভেঙে গেল বাংলাদেশের ফাইনালের স্বপ্ন। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে দারুণভাবে ফেরার পরও ব্যাট হাতে ব্যর্থতা কেবলই হতাশার জন্ম দিলো। সেমিফাইনালের মতো সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের কাছে ১১ রানে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল বাংলাদেশ।
লক্ষ্য ছিল মাত্র ১৩৬ রান। অথচ বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হচ্ছিল রান তাড়া করতে হবে ২৩৬! একের পর এক অস্থিরতা, ভুল শট ও উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় ব্যাটসম্যানরা শেষ করে দিলেন ফাইনালের স্বপ্ন।
অন্যদিকে ব্যাটিংয়ে ব্যর্থ হলেও শাহিন আফ্রিদি-হারিস রউফদের দারুণ বোলিংয়ে উজ্জীবিত হয়ে পাকিস্তান জায়গা করে নিল ফাইনালে। সেখানে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান।
ম্যাচের সংক্ষিপ্ত চিত্র
- পাকিস্তান টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১৩৫ রান তোলে।
- হারিস করেন সর্বোচ্চ ৩১ রান।
- তাসকিন ৩ উইকেট, রিশাদ ও মেহেদি নেন ২টি করে উইকেট।
- জবাবে বাংলাদেশ ২০ ওভারে করতে পারে ১২৪/৯।
- শামীম হোসেন ৩০ রানে লড়াই চালালেও দলকে জেতাতে পারেননি।
- আফ্রিদি নেন ৩ উইকেট।
ফলাফল
পাকিস্তান জয়ী ১১ রানে।
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় ফাইনালের টিকিট গেল হাতছাড়া।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।