শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

মেক্সিকোর ভেরাক্রুজে বাস দুর্ঘটনায় ১০ নিহত, ৩২ আহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৩:১১

সংগৃহীত

মেক্সিকোর পূর্বাঞ্চলের ভেরাক্রুজ রাজ্যে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। রাজ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে। খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দুর্ঘটনাটি ঘটেছে বড়দিনের আগের দিন, যখন একটি বাস মেক্সিকো সিটি থেকে চিকোন্টেপেক গ্রামে যাওয়ার পথে জোন্টেকোমাটলান শহরের কাছে নিয়ন্ত্রণ হারায়। জোন্টেকোমাটলান মেয়রের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় এক শিশুসহ মোট ১০ জন নিহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। এসব প্রাণঘাতী দুর্ঘটনায় প্রায়শই বাস ও ট্রাকের সংশ্লিষ্টতা থাকে। অতিরিক্ত গতি, যানবাহনের যান্ত্রিক ত্রুটি বা নিরাপত্তা উপকরণের অভাব দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উল্লেখ্য, নভেম্বর মাসের শেষের দিকে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানে একই ধরনের দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছিল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top