বিশ্বকাপ বয়কট হলে ক্ষতির আশঙ্কা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৮:২০
বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। গত ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়ে নিরাপত্তাজনিত শঙ্কার কথা উল্লেখ করে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। প্রশ্ন উঠেছে, আইপিএলে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারলে, ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে ভারত?
এ বিষয়ে শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে দুই দফা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠিয়েছে বিসিবি। একইসঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের মাটিতে গিয়ে খেলা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ।
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশ ক্রিকেট বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে।
সুজনের ভাষায়,
“ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কা রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলে জিম্বাবুয়ে ছাড়া কোনো দেশ বাংলাদেশের সঙ্গে খেলতে চাইবে না। তখন টিভি কাভারেজ পাবেন? আপনি কত টাকা আয় করবেন? আর্থিক আয় ছাড়া কীভাবে ক্রিকেট চালাবেন?”
মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে নিরাপত্তা, কূটনীতি ও ক্রিকেটীয় ভবিষ্যৎ—সব মিলিয়ে এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখে বাংলাদেশ ক্রিকেট।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।