২০২৬ ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায় পৌঁছেছে
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১০:০৬
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও বাংলাদেশে এসেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত প্রতীক, আসল বিশ্বকাপ ট্রফি। ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর’-এর অংশ হিসেবে আজ সকালে ঢাকায় পৌঁছায় সোনালি এই ট্রফি।
এর আগে বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ট্রফি প্রদর্শিত হয়েছে ২০০২, ২০১৩ ও ২০২২ সালে। চলতি ২০২৬ বিশ্বকাপের ট্রফি ট্যুর শুরু হয়েছে ৩ জানুয়ারি সৌদি আরব থেকে। এরপর একাধিক দেশ প্রদর্শনীর পর ট্রফি আজ বাংলাদেশে আসে। ১৫০ দিনের এই বিশ্বভ্রমণ শেষ হবে মেক্সিকোতে, যেখানে ১২ জুন উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফিফা ও কোকা-কোলার যৌথ উদ্যোগে পরিচালিত এই ট্যুরের মূল উদ্দেশ্য হলো বিশ্বকাপ ট্রফি ফুটবলভক্তদের সামনে তুলে ধরা। গত দুই দশকে বিশ্বব্যাপী ট্রফি ট্যুরে প্রায় ৪০ লাখ দর্শক কাছ থেকে ট্রফি দেখার সুযোগ পেয়েছেন।
বিশ্বকাপ ট্রফি নিখাদ সোনায় তৈরি, ওজন ৬ কেজি ১৭৫ গ্রাম, এবং সবসময় ফিফার কঠোর তত্ত্বাবধানে রাখা হয়। ট্রফি স্পর্শ করতে পারেন কেবল বিশ্বকাপজয়ী ফুটবলার, রাষ্ট্রপ্রধান ও ফিফা সভাপতি। বাংলাদেশ সফরে ট্রফির সঙ্গে থাকছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
এবারের ট্রফি ট্যুরে মোট ৩০টি দেশে ৭৫টি স্থানে ট্রফি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশে এটি শুধুমাত্র ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে প্রদর্শিত হবে। সাধারণ দর্শকরা কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইনের নির্বাচিত বিজয়ীর মাধ্যমে ট্রফি দেখার সুযোগ পাবেন।
প্রদর্শনী সংক্রান্ত নিয়মাবলী: বৈধ টিকিট দেখানো বাধ্যতামূলক। ট্রফি স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্ধারিত মাপের বাইরে ব্যাকপ্যাক, ধূমপান, হস্তান্তরিত টিকিট, ধারালো বা নিষিদ্ধ সামগ্রী এবং কোনো দেশের বা দলের পতাকা ভেন্যুতে নেওয়া যাবে না।
আজ সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর দুপুরে ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে প্রদর্শনের জন্য রাখা হবে ট্রফি, যা সন্ধ্যা পর্যন্ত প্রদর্শিত থাকবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।