বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

ভারতের মধ্যপ্রদেশে ক্যানসার গবেষণায় কোটি টাকার অনিয়মের অভিযোগ

জাবালপুর, মধ্যপ্রদেশ | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১১:১৪

ছবি: সংগৃহীত

ভারতের জাবালপুরে সরকারি গবেষণা প্রকল্পে কোটি টাকার আর্থিক অনিয়ম ও প্রশ্নবিদ্ধ ব্যয়ের অভিযোগ উঠেছে। প্রকল্পটি ২০১১ সালে নানাজি দেশমুখ ভেটেরিনারি সায়েন্স ইউনিভার্সিটিতে শুরু হয়, যেখানে গরুর গোবর, গোমূত্র ও দুধজাতীয় সামগ্রণের মিশ্রণ বা ‘পঞ্চগব্য’ দিয়ে ক্যানসারের চিকিৎসা সম্ভব কি না তা পরীক্ষা করার কথা ছিল।

জেলা প্রশাসনের সাম্প্রতিক তদন্তে দেখা গেছে, প্রকল্পের জন্য বরাদ্দকৃত ৩ কোটি ৫০ লাখ টাকার বিপরীতে ব্যয়ে অসামঞ্জস্য রয়েছে। ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে গবেষণার উপকরণ কেনার নামে ১ কোটি ৯২ লাখ টাকা খরচ দেখানো হয়েছে, যা বাজারমূল্যে মাত্র ১৫–২০ লাখ টাকার মতো হতে পারে।

তদন্তে আরও উঠে এসেছে, গোয়া, বেঙ্গালুরুসহ বিভিন্ন শহরে অন্তত ২৩–২৪ বার বিমান ভ্রমণ করা হয়েছে, যা অনুমোদিত বাজেটের বাইরে ছিল। এছাড়া প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকায় গাড়ি কেনা, জ্বালানি ও রক্ষণাবেক্ষণে ৭ লাখ ৫০ হাজার টাকা, শ্রমিকের মজুরি হিসেবে ৩ লাখ ৫০ হাজার টাকা, এবং আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীতে ১৫ লাখ টাকা খরচ হয়েছে। এসব ব্যয়ের অনেকাংশই গবেষণার মূল উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কহীন।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সকল ক্রয়-প্রক্রিয়া সরকারি নিয়ম মেনেই করা হয়েছে এবং প্রকল্পের অডিট নিয়মিত হয়েছে। রেজিস্ট্রার ড. এস এস তোমার দাবি করেছেন, প্রকল্পের আওতায় এখনও যুবক ও কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং কোনো ধরনের ‘স্ক্যাম’ হয়নি।

তদন্ত প্রতিবেদনটি জাবালপুরের কালেক্টরের মাধ্যমে বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হবে। পর্যালোচনার পর প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখনও পর্যন্ত প্রকল্পের বৈজ্ঞানিক ফলাফল ক্যানসার নিরাময়ে কার্যকর প্রমাণিত হয়নি। ফলে গবেষণার আর্থিক স্বচ্ছতা ও বৈজ্ঞানিক ভিত্তি—উভয় ক্ষেত্রেই প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

সূত্র: এনডিটিভি



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top