থাইল্যান্ডে
ক্রেন ভেঙে পড়ায় ট্রেন লাইনচ্যুত, নিহত ২২
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৪৭
থাইল্যান্ডে চলন্ত ট্রেনের বগির উপর নির্মাণাধীন একটি ক্রেন ভেঙে পড়ার ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত এবং ৭৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমা প্রদেশে এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা এখনও ট্রেনের বগি থেকে মৃতদেহগুলো সরানোর কাজ চালাচ্ছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
ট্রেনের আসন পরিকল্পনা অনুযায়ী, দুর্ঘটনার সময় বগিতে মোট ১৯৫ জন যাত্রী ও কর্মী ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।