টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৪
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বাংলাদেশের জন্য নতুন মোড় দেখা দিতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জন করে, তাহলে তাদের জায়গায় বাংলাদেশকে সুযোগ দেওয়া হতে পারে।
আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান না খেললে বাংলাদেশকে ‘এ’ গ্রুপে রাখা হতে পারে এবং সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হবে। এতে আয়োজন সহজ হবে, যা মূলত বিসিবি চেয়েছিল।
এর আগে, ২৪ জানুয়ারি আইসিসি বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে নতুন সূচি প্রকাশ করে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি অভিযোগ করেন, বাংলাদেশ চেয়েছিল তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করতে, কিন্তু আইসিসি রাজি হয়নি।
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দল বিশ্বকাপ থেকে সরে গেলে তাদের র্যাঙ্কিংয়ের কাছাকাছি থাকা দলকে সুযোগ দেওয়া হয়। বর্তমানে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাকিস্তান ৭ নম্বরে এবং বাংলাদেশ ৯ নম্বরে। তাই পাকিস্তান সরে গেলে বাংলাদেশের বিশ্বকাপে ফেরার সম্ভাবনা বেশি।
সব মিলিয়ে, শেষ মুহূর্তে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে আবারো মাঠে দেখা যেতে পারে বাংলাদেশকে, যেখানে সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। এখন নজর আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।