রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

প্রেম করছেন পুতিন! তবে প্রেমিকা কে?

প্রথমবার প্রেমের কথা স্বীকার করলেন পুতিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৬:১৭

সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন—যাকে আমরা সাধারণত দেখি কঠোর, সংযত এক রাষ্ট্রনায়ক হিসেবে। কিন্তু এবার, এক প্রশ্নে তিনি নিজেই সবাইকে চমকে দিলেন।

মস্কোয় বছরের শেষের সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান—পুতিন কি ‘প্রথম দেখায় প্রেমে’ বিশ্বাস করেন? উত্তর আসে, সংক্ষেপে—হ্যাঁ। এরপরই আসে আরও সরাসরি প্রশ্ন—তিনি নিজে কি প্রেম করছেন? এবারও উত্তর ছোট, কিন্তু স্পষ্ট—হ্যাঁ। তবে এখানেই থামেন পুতিন। প্রেমিকা কে, কবে, কীভাবে—এই বিষয়ে আর কোনো তথ্য দেননি তিনি।

ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তা ভ্লাদিমির পুতিনের পুরোনো অভ্যাস। ২০১৪ সালে স্ত্রী লিউদমিলার সঙ্গে বিচ্ছেদের পর তিনি এসব বিষয়ে খুব কমই কথা বলেছেন। যদিও দীর্ঘদিন ধরেই অলিম্পিক স্বর্ণজয়ী জিমন্যাস্ট আলিনা কাবায়েভার সঙ্গে সম্পর্কের গুঞ্জন রয়েছে। কিন্তু এসব কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি পুতিন।

বিশ্লেষকদের মতে, প্রেমের কথা প্রকাশ্যে বলা পুতিনের কঠোর ভাবমূর্তির বাইরে একটি মানবিক দিক তুলে ধরেছে। কেউ একে ইমেজ নরম করার কৌশল বলছেন, আবার কেউ দেখছেন ব্যক্তিগত জীবনের সামান্য ইঙ্গিত হিসেবে। তবে নিশ্চিত একটি বিষয়—প্রেম করছেন, এটা তিনি মানলেন। কিন্তু প্রেমিকা কে—সেই রহস্য এখনো অজানাই রইল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top