বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

কুয়েতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৭:৩০

সংগৃহীত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েত বিএনপি ও বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার এশার নামাজের পর কুয়েতের হাওয়াল্লি এলাকার আব্দুল্লাহ রাশেদ জিয়ারা মসজিদে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি হাফেজ খতিব মাওলানা নুরুল আলম।

গায়েবানা জানাজায় অংশ নেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজের রহমান, সিনিয়র নেতা চুন্নু মোল্লা, সোয়েব আহমেদসহ বিএনপির নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।

বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে অবস্থান করেও নেত্রীকে হারানোর শোকে প্রবাসী নেতাকর্মীরা আবেগঘন পরিবেশে শোক প্রকাশ করেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেগম খালেদা জিয়ার স্মৃতি, রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের বিভিন্ন ডকুমেন্টারি পোস্ট শেয়ার করেন।

এসময় বক্তারা বলেন, মাতৃভূমি বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদান কখনো ভোলার নয়। নেত্রীর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে দল ও দেশের জন্য কাজ করার আহ্বান জানানো হয়। শেষে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, প্রায় ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top