মাচাদো নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগাভাগির প্রস্তাব দিলেন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১১:৪০
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো গত বছর প্রাপ্ত তার নোবেল শান্তি পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে ভাগাভাগি করার প্রস্তাব দিয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাচাদো বলেন, ভেনেজুয়েলার নাগরিকরা বিশ্বাস করেন এই পুরস্কার তাদের সবার, আর যদি তিনি ট্রাম্পকে এর অংশীদার করতে পারেন, তবে তিনি অত্যন্ত খুশি হবেন।
গত বছর নরওয়ের অসলোতে পুরস্কার গ্রহণের সময় ট্রাম্পও এটি পাওয়ার জন্য চেষ্টা চালিয়েছিলেন। তবে মাচাদো ট্রাম্পকে পেছনে ফেলে পুরস্কার গ্রহণ করলে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ট্রাম্পের অসন্তোষ মাচাদোর ক্ষমতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হোয়াইট হাউসের কর্মকর্তারা মনে করেন, যদি মাচাদো পুরস্কার গ্রহণের সময় ট্রাম্পের নাম প্রস্তাব করতেন, হয়তো আজ তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতেন। এক কর্মকর্তা এটিকে ‘পাপ’ হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেছেন, এই সিদ্ধান্তের কারণে ট্রাম্প তাকে কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দিতে রাজি নন।
২০২৪ সালের নির্বাচনে মাচাদোর নেতৃত্বাধীন জোট বিজয়ী হলেও, গত শনিবার মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী দায়িত্বে নিযুক্ত করেছেন ট্রাম্প। মাচাদো মাদুরোর পতনের পর দেশ পরিচালনার প্রস্তুতি ঘোষণা করলেও ট্রাম্প তার এই আশা কার্যত জলাঞ্জলি দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, নোবেল শান্তি পুরস্কার ভাগাভাগির প্রস্তাব মূলত ট্রাম্পকে সন্তুষ্ট করার একটি কৌশল, যাতে মাচাদো ভেনেজুয়েলার ভবিষ্যৎ সরকারের নেতৃত্বে নিজের অবস্থান নিশ্চিত করতে পারেন। তবে ট্রাম্প প্রশাসন আপাতত নিজেদের পছন্দমতো নেতৃত্ব প্রতিষ্ঠার দিকে বেশি মনোযোগী।
সূত্র: দ্য গার্ডিয়ান
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।