শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

বাংলাদেশ কখনও আমাদের দেশে সন্ত্রাসবাদ ছড়ায়নি:জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৮:৫৭

সংগৃহীত

গত ডিসেম্বরে মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে আইপিএল দল পেয়েছিলেন বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। কিন্তু সম্প্রতি ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাকে আইপিএল থেকে বাদ দিয়েছে।

ঘটনার প্রভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, মোস্তাফিজ আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবেন না। এছাড়া বাংলাদেশ সরকারও নির্দেশ দিয়েছে, আইপিএল ম্যাচ বাংলাদেশে সম্প্রচার করা হবে না।

এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন জম্মু-কাশ্মির রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মঙ্গলবার নয়াদিল্লির পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “মতানৈক্য থাকলে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই করা উচিত, বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে নয়। মোস্তাফিজের কী দোষ? তাকে বাদ দেওয়ায় বাংলাদেশের পরিস্থিতি কি উন্নতি হবে?”

ওমর আবদুল্লাহ আরও বলেন, “বাংলাদেশের জনগণ আমাদের কী ক্ষতি করেছে? আমাদের সম্পর্ক বরাবরই ভালো ছিল। বাংলাদেশ কখনও আমাদের দেশে সন্ত্রাসবাদ ছড়ায়নি।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top