অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক : | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:১৩
ইসরায়েলের একটি ইয়ানশুফ (ব্ল্যাক হক) সামরিক হেলিকপ্টার অধিকৃত পশ্চিম তীরে বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।
শুক্রবার (১৬ জানুয়ারি) ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি আগেই দক্ষিণ পশ্চিম তীরের এৎজিওন ব্রিগেড এলাকায় একটি খোলা স্থানে জরুরি অবতরণ করে। পরে সেটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।
ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ইসরায়েলি বিমানবাহিনীর প্রধান টোমার বার এ বিষয়ে একটি সামরিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
এদিকে গাজা যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে এক হাজার ৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১১ হাজার মানুষ এবং ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।
তথ্যসূত্র : শাফাক নিউজ
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।