পাকিস্তানের সাবেক ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী রাজা নাদির পারভেজের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১৬:১২
পাকিস্তানের সাবেক ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ মেজর (অব.) রাজা নাদির পারভেজ মারা গেছেন। বুধবার (২১ জানুয়ারি) ফয়সালাবাদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রাজা নাদির পারভেজ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি পানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন। দীর্ঘদিন জাতীয় রাজনীতিতে সক্রিয় থাকার কারণে তিনি একজন অভিজ্ঞ সংসদ সদস্য হিসেবে পরিচিত ছিলেন।
তিনি মোট পাঁচবার পাকিস্তানের জাতীয় পরিষদের (এমএনএ) সদস্য নির্বাচিত হন, যার মধ্যে চারবার ফয়সালাবাদ এবং একবার রাওয়ালপিন্ডি থেকে নির্বাচিত হয়ে দুই এলাকাতেই রাজনৈতিক প্রভাব প্রমাণ করেন। রাজা নাদির পারভেজ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং ইসলামী জামহুরি ইত্তেহাদে সক্রিয় ছিলেন।
মেজর (অব.) রাজা নাদির পারভেজ পাকিস্তান সেনাবাহিনীতে ৬ পাঞ্জাব রেজিমেন্টে দায়িত্ব পালন করেছেন। নওয়াজ শরিফের দ্বিতীয় সরকারের সময় তিনি ফেডারেল মন্ত্রী হন। তিনি সাবেক কোয়েটা কোর কমান্ডার তারিক পারভেজের ভগ্নিপতি ছিলেন। প্রয়াত টিক্কা খান তাকে ‘সাহসী ও বীর সেনা’ হিসেবে অভিহিত করেছেন।
১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি প্রথমবার ‘সিতারা-ই-জুরাত’ পান। ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় ফতেহগড় কারাগার থেকে চার সহযোদ্ধার সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় দ্বিতীয়বার এই সম্মান অর্জন করেন এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান।
রাজা নাদির পারভেজের মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং দেশের প্রতি তার অবদান স্মরণ করেছেন।
সূত্র: সামা টিভি
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।