শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন শি জিনপিং
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৭:১১
চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) শীর্ষপদস্থ কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) ভাইস চেয়ারম্যান জেনারেল ঝাং ইউকসিয়া ও জেনারেল লিউ ঝেনলিকে বরখাস্ত করা হয়েছে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, তাদের বিরুদ্ধে ‘শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘন’ এবং ‘দুর্নীতি’ অভিযোগে তদন্ত চলছে।
ঝাং, যিনি ৭৫ বছর বয়সী, দীর্ঘকাল কেন্দ্রীয় সামরিক কমিশনের একজন প্রধান নেতা ছিলেন। সাধারণত সাত সদস্যের এই কমিশনে এখন কেবল প্রেসিডেন্ট শি জিনপিং এবং জেনারেল ঝাং শেংমিনই রয়ে গেছেন। বাকি সদস্যদের ‘দুর্নীতিবিরোধী’ অভিযানের নামে সরানো হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এসব পদক্ষেপ পিএলএ-তে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে সামরিক সিদ্ধান্ত গ্রহণ জটিল হয়ে উঠতে পারে এবং বিশেষত তাইওয়ান দখলের পরিকল্পনায় এই ধরনের নেতৃত্বর অভাব বা ভীতি ঝুঁকি বাড়াতে পারে। তবে শি জিনপিংয়ের রাজনৈতিক নিয়ন্ত্রণ অটুট থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শেষ পর্যন্ত তার ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করবে।
সরকারি সংবাদপত্র ‘পিএলএ ডেইলি’ ইতোমধ্যেই ঝাং ও লিউকে ‘কেন্দ্রীয় কমিটির বিশ্বাসঘাতকতা’ এবং ‘সামরিক কমিশনকে অবমাননা’ করার দোষী হিসেবে উপস্থাপন করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।