ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার দেবে না সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৩:৪১
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে সৌদি ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। এই আশ্বাস তিনি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বুধবার (২৮ জানুয়ারি) এক ফোনালাপে দেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-এর বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ক্রাউন প্রিন্স বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে যে কোনো বিরোধ সংলাপের মাধ্যমে সমাধানের উদ্যোগকে সৌদি আরব সমর্থন করে। ফোনালাপের পর ইরানের প্রেসিডেন্ট কার্যালয় জানায়, পেজেশকিয়ান আঞ্চলিক অস্থিতিশীলতা প্রতিরোধে সহায়ক যেকোনো উদ্যোগে তেহরান সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আঞ্চলিক নিরাপত্তা নষ্ট করার উদ্দেশ্যে চালানো মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক অপতৎপরতার বিরুদ্ধেও সতর্কবার্তা দিয়েছেন।
একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তাদের আকাশসীমা বা জলসীমা ব্যবহার অনুমোদন দেবে না।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের পর ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আশঙ্কা তৈরি হয়েছিল। যদিও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র একটি নৌবহর মোতায়েন করেছে, তা প্রতিরক্ষামূলক ও পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্য বলে জানানো হয়েছে।
বিশ্লেষকরা এই ফোনালাপকে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উত্তেজনা কমানোর এবং ইরান ও সৌদি আরবের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।