মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

প্রজাতন্ত্র দিবসে ভারতের উদ্দেশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা বার্তা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ০০:৩৯

সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বেইজিং ও নয়াদিল্লি “ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার”।

সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, শি জিনপিংয়ের বার্তায় বলা হয়েছে, গত এক বছরে চীন-ভারতের সম্পর্ক উন্নয়ন অব্যাহত রয়েছে এবং এটি বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। তিনি দুই দেশের সম্পর্ককে “নাচতে থাকা ড্রাগন ও হাতি” হিসেবে উদাহরণ দিয়েছেন।

শি জিনপিংয়ের এই মন্তব্য এসেছে ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের চার বছর পর, যখন ভারত ও চীন তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুনভাবে গুছিয়ে নিচ্ছে। ওই সংঘর্ষে ভারতীয় ২০ ও চীনা চার সৈন্যের প্রাণহানি ঘটে। এসময় ভারতীয় পক্ষ চীনা বিনিয়োগ ও সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ করলেও দ্বিপাক্ষিক বাণিজ্য অব্যাহত থাকে।

বৈঠক ও বিনিময় কার্যক্রমের মাধ্যমে ভারত ও চীন সীমান্ত সংক্রান্ত উদ্বেগের সমাধান এবং সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। এছাড়া গত অক্টোবরে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু এবং ভারতীয় চীনা বিনিয়োগে শিথিলকরণও পরিকল্পনা করছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top