নুসরাত ফারিয়াকে গ্রেফতারে মতামত জানালেন বাঁধন, ডেভিড বার্গম্যানের প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ মে ২০২৫, ১৫:৪৮

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে দেশের শোবিজ জগতের অনেক তারকা এরই মধ্যে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
সোমবার (১৯ মে) ফেসবুক পোস্টে ফারিয়াকে গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করে বাঁধন লিখেছেন, কি লজ্জার বিষয়! এই মেয়েটির কোনো দোষ নেই। সে মোটেই দায়ী নয়। যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
অভিনেত্রী আরও লিখেছেন, বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন দেশে বাস করি না, যেখানে ন্যায়বিচার সাধারণভাবে প্রচলিত। তবে এবারের ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য নয়।
গতকাল ১৮ মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থানা থেকে নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আজ হত্যাচেষ্টা মামলায় ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
এদিকে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার এখন নৈতিক ও রাজনৈতিক দিকনির্দেশনায় হিমশিম খাচ্ছে।
রোববার (১৯ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে ডেভিড বার্গম্যান লেখেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার গভীর উদ্বেগজনক।
তিনি বলেন, এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে আওয়ামী লীগের সাধারণ সমর্থক হওয়া কিংবা দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকটাই কাউকে লক্ষ্যবস্তুতে পরিণত করার জন্য যথেষ্ট। বাংলাদেশ এমন ব্যক্তিরা এখন আর নিজেদের নিরাপদ ভাবতে পারছেন না। কারণ, ভিত্তিহীন অভিযোগে যেকোনো সময় গ্রেপ্তারের আশঙ্কা বাস্তব হয়ে উঠেছে।
ডেভিড বার্গম্যান বলেন, দেশের নতুন তথাকথিত ‘সিভিল সোসাইটি’ এখন আর সুবিচার বা ন্যায্য প্রক্রিয়া নিয়ে মাথা ঘামায় না। তারা প্রতিশোধ নেওয়ার মনোভাবেই ব্যস্ত। মৌলিক মানবাধিকার রক্ষার জন্য আর কোনো বড় রাজনৈতিক শক্তিও অবশিষ্ট নেই।
তিনি ক্ষোভ জানিয়ে বলেন, এটি ন্যায়বিচার নয়। দায়বদ্ধতার পোশাক পরে হাজির হওয়া প্রতিশোধ। এটি আইনের শাসনে বিশ্বাসী যেকোনো মানুষের জন্যই ভয়াবহ সংকেত, তারা যে আদর্শেই বিশ্বাস করুক না কেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।