শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সাক্ষ্যগ্রহণ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫, ১৬:৫৪

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত মানবতাবিরোধী অপরাধের মামলার সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে আজ, রোববার। এই মামলার আসামির তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তবে আবদুল্লাহ আল-মামুন ইতোমধ্যেই দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল এই সাক্ষ্যগ্রহণ পরিচালনা করছেন। এর আগে ২০ আগস্ট ষষ্ঠ দিনের সাক্ষ্যে চিকিৎসক ও শহীদ পরিবারের সদস্যসহ চারজন তাদের জবানবন্দি দেন। এখন পর্যন্ত মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।
গত ১০ জুলাই ট্রাইব্যুনাল তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। অভিযোগের পরিমাণ প্রায় ৮ হাজার ৭শত পৃষ্ঠা এবং সাক্ষী তালিকায় রয়েছেন ৮১ জন। এই মামলায় অভিযোগ—জুলাই-আগস্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।