বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরলো সুপ্রিম কোর্টে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৩

হাইকোর্ট ঘোষণা করেছে, এখন থেকে সারাদেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে। এর সঙ্গে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা সম্পর্কিত পঞ্চদশ ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করা হয়েছে।
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রায় ঘোষণা করেন। হাইকোর্ট আগামী তিন মাসের মধ্যে আলাদা সচিবালয় গঠনের নির্দেশও দিয়েছেন।
এই রায় এসেছে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে চলমান মামলার প্রেক্ষিতে। ২০১৯ সালের ২৫ আগস্ট ১০ জন আইনজীবীর পক্ষে দায়ের করা রিটের শুনানি শেষে হাইকোর্ট এই সিদ্ধান্তে পৌঁছেছে।
হাইকোর্ট মনে করছে, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে বিচারক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব নির্বাহী না নিয়েও সুপ্রিম কোর্টের হাতে থাকা জরুরি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।