সাবেক আইজিপির জবানবন্দিতে ২০১৮ নির্বাচনের কারচুপি ফাঁস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৯

ছবি: সংগৃহীত

২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন—যিনি এখন আসামি থেকে রাজসাক্ষী।

তিনি জানান—নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে ৫০ শতাংশ ভোট ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী।

মামুন আরও বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি চালানো এবং ব্লক রেইড—সব সিদ্ধান্ত এসেছিল রাজনৈতিকভাবে।

তার ভাষ্যে—এই নির্দেশনা আসতো প্রধানমন্ত্রীর দফতর থেকে। কখনো শেখ হাসিনা নিজে, আবার কখনো তারেক সিদ্দিকী।

তিনি ফাঁস করেন র‌্যাবের গোপন বন্দিশালার তথ্যও—যেখানে রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের আটক ও নির্যাতন করা হতো। মামুন বলেন, আমি স্বেচ্ছায় রাজসাক্ষী হয়েছি—সত্য উন্মোচনের জন্য। এ মামলায় এরই মধ্যে শহীদ পরিবার, চিকিৎসকসহ ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশনের আশা—এই মাসেই সাক্ষ্যগ্রহণ শেষ হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top