মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

শেখ হাসিনার মামলায় ৩৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ, শুনানি চলবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৩

ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে ৩৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

আজ তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন। এর আগে ৩৫ সাক্ষী ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সাক্ষ্য দেন।

প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অন্যান্য প্রসিকিউটররা শুনানি পরিচালনা করেন। আসামিপক্ষের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন এবং রাজসাক্ষীর পক্ষে আইনজীবী জায়েদ বিন আমজাদ ছিলেন।

উল্লেখ্য, শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুইটি মামলাও চলমান, যার মধ্যে একটি মামলায় সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম-খুনের ঘটনায় অভিযোগ রয়েছে, আর অন্যটি শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড সংক্রান্ত।





বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top