স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু কারাগারে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৫

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্যখাতে দুর্নীতির অন্যতম হোতা হিসেবে পরিচিত মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আসামি অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ৭৫ কোটি ৮০ লাখ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এছাড়া স্বাস্থ্যখাতে সিন্ডিকেট গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রভাবিত করে সরকারি কাজের নামে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ায় তার নিজ নামসহ পরিবারের সদস্যদের নামে বিপুল অর্থ পাচারের বিষয়টিও অনুসন্ধানাধীন রয়েছে।
দুদকের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের স্বার্থে মিঠুকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। অন্যদিকে আসামিপক্ষ তার রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য আগামী ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।