মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা

চুরির উদ্দেশ্যেই গৃহকর্মীর প্রবেশ ধরা পড়ায় নির্মম হত্যাকাণ্ড

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৬

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মা ও মেয়েকে হত্যা মামলায় নতুন তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। চুরির উদ্দেশ্যেই নিহতদের বাসায় গৃহকর্মীর কাজ নিয়েছিল অভিযুক্ত আয়েশা। চুরি করতে গিয়ে ধরা পড়ায় লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে নির্মমভাবে হত্যা করে সে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস. এন. মো. নজরুল ইসলাম।

ডিএমপি জানায়, মোহাম্মদপুরের ওই বাসায় চুরির সুস্পষ্ট উদ্দেশ্যেই গৃহকর্মীর কাজ নেয় আয়েশা। চুরি করার সময় বাসার মালিক লায়লা আফরোজ তাকে হাতে–নাতে ধরে ফেললে আয়েশা প্রথমে তাকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবকিছু দেখে ফেলায় নাফিসা বিনতে আজিয়াকেও একইভাবে হত্যা করে।

হত্যার পর বাসা থেকে কিছু স্বর্ণালংকার ও মালামাল নিয়ে স্কুলড্রেস পরে পালিয়ে যায় আয়েশা। পরে নলছিটি এলাকায় তার দাদা শ্বশুরের বাড়িতে আত্মগোপনে থাকাকালীন বুধবার (১০ ডিসেম্বর) তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, আয়েশার স্বামী রাব্বির ভাষ্যমতে, মূল উদ্দেশ্য ছিল চুরি। ধরা পড়ে যাওয়ার ভয়ে আয়েশা মা–মেয়েকে কুপিয়ে হত্যা করে।

সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লায়লা আফরোজের শরীরে ৩০টি ছুরিকাঘাত, মেয়ে নাফিসার শরীরে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

৮ ডিসেম্বর সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ১৪ তলা আবাসিক ভবনের সপ্তম তলার বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, এ ঘটনায় আরও তদন্ত চলছে এবং আয়েশাকে জিজ্ঞাসাবাদে নতুন তথ্য পাওয়া যেতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top