এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে শুরু করেছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, এভারকেয়ার হাসপাতালের সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। হাসপাতালের প্রধান ফটক ও আশপাশের এলাকায় ব্যারিকেড বসিয়ে যান চলাচল ও জনসমাগম নিয়ন্ত্রণ করা হচ্ছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর অনেক বিএনপি নেতাকর্মী ও সমর্থক হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করেন। তবে নিরাপত্তাজনিত কারণে পুলিশ তাদের ভেতরে প্রবেশ করতে দেয়নি। এ সময় হাসপাতালের সামনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়; অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।
এর আগে মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ থাকলেও শারীরিক অবস্থা অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।