মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

বেগম খালেদা জিয়ার মৃত্যু:

এভারকেয়ার হাসপাতালে শোকের ছায়া, নেতাকর্মী ও সাধারণ মানুষ স্তব্ধ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯

কান্না–আর্তনাদে ভারী হয়ে উঠেছে এভারকেয়ারের চারপাশ। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই কান্না, আর্তনাদ আর নীরব শোকে ভারী হয়ে উঠেছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পরিবেশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে মৃত্যুসংবাদ নিশ্চিত হওয়ার পর থেকেই হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় শোকাবহ দৃশ্য তৈরি হয়।

মৃত্যুসংবাদ শুনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে হাসপাতালে আসতে শুরু করেন। হাসপাতালের ফটকের সামনে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে মগ্ন অনেককে দেখা যায়। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছেন, কেউ নীরব শোক প্রকাশ করেছেন।

হাসপাতালের সামনে দাঁড়িয়ে সালমান নামের এক কর্মী বলেন, “আমরা আজ অভিভাবকহীন হয়ে গেলাম।” তার কণ্ঠে ভেঙে পড়া শব্দ শুনে আশপাশে থাকা অন্যদের চোখও ছলছল করে ওঠে। অনেকেই খালেদা জিয়াকে ‘মা’ বলে সম্বোধন করে কান্না করছিলেন।

সময় গড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের সামনে ভিড় আরও বাড়তে থাকে। সড়ক ও ফুটপাতজুড়ে মানুষ জড়ো হন। কেউ নীরবে দাঁড়িয়ে ছিলেন, কেউ আবার আবেগ সামলাতে না পেরে আহাজারি করছিলেন।

শুধু দলীয় নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও শোক প্রকাশ করেন। কেউ বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘদিন দেশের রাজনীতিতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার প্রভাব সুস্পষ্ট ছিল।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়াবেটিস, কিডনি ও লিভারের সমস্যাসহ একাধিক রোগে আক্রান্ত হয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top