শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

নারায়ণগঞ্জে

দিপু চন্দ্র দাস হত্যাকান্ডে লাশ পোড়ানোর নেতৃত্বদাতাকে গ্রেফতার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১৮:৫১

সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় গার্মেন্ট শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় লাশ পোড়ানোর নেতৃত্বদাতাদের মধ্যে ইয়াছিন আরাফাত (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওই হত্যাকাণ্ডে দিপু চন্দ্র দাসকে ফ্যাক্টরির ফটকে মারধর করে হত্যা করা হয় এবং পরে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় দড়ি দিয়ে টেনে মরদেহ পোড়ানো হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, আরাফাত এ ঘটনায় নেতৃত্বদানের মধ্যে অন্যতম ছিলেন।

এ পর্যন্ত এই হত্যাকাণ্ডে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ১৮ জনকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

হত্যাকাণ্ডটি ঘটে ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগে। দিপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে জামিরদিয়া মাস্টার বাড়ি এলাকায় হত্যা করা হয় এবং মরদেহ মহাসড়কের পাশে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নিহত দিপু চন্দ্র দাস ভালুকার জামিরদিয়া পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেডে দুই বছর ধরে লাইন সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top