মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

সাবেক এমপি মমতাজ বেগমের সম্পত্তি জব্দের আদেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৫:২৫

সংগৃহীত

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৪৭৪ শতাংশ জমিসহ তিনটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

জব্দকৃত সম্পত্তির মধ্যে রয়েছে মহাখালী ডিওএইচএসে পাঁচতলা আবাসিক ভবন, মানিকগঞ্জে পৈত্রিক সূত্রে প্রাপ্ত দোতলা বাড়ি এবং মানিকগঞ্জ সদরে চারতলা ভবন, যেখানে মমতাজ চক্ষু হাসপাতাল পরিচালনা করেন।

দুদক অভিযোগ করেছে, মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের প্রমাণ রয়েছে। অনুসন্ধান চলমান থাকায় ব্যাংক হিসাব অবরুদ্ধ ও স্থাবর সম্পত্তি জব্দের প্রয়োজন দেখা দিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর মমতাজ আত্মগোপনে ছিলেন। গত বছরের ১৩ মে তাকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top