শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

শীতে বাড়িতে তেলাপোকা? এই টিপসগুলো মেনে দেখুন সহজ সমাধান

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:০১

সংগৃহীত

শীতকালে অন্যান্য পোকামাকড় কম সক্রিয় হলেও তেলাপোকা রান্নাঘরে দখল নিতে পারে। সিঙ্ক, ক্যাবিনেট বা শস্য সংরক্ষণের জায়গায় তাদের দেখা মেলে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কয়েকটি সহজ পদ্ধতিতে তেলাপোকা দূরে রাখা সম্ভব।

প্রথমে উষ্ণ লুকানো স্থান এবং ফাটলগুলো সিল করুন। সিলিকন বা ফিলার ব্যবহার করে প্লাম্বিং এবং দেয়ালের জয়েন্টগুলো বন্ধ করুন। রাতে সিঙ্ক সম্পূর্ণ শুকনো রাখুন এবং ধীরগতির লিক মেরামত করুন। এছাড়া, স্টোরেজে তেজপাতা ও লবঙ্গ রাখলে তেলাপোকা দূরে থাকে।

এই টিপসগুলো মেনে চললে শীতকালে রাসায়নিক ছাড়াই রান্নাঘরকে তেলাপোকামুক্ত রাখা সম্ভব।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top