মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ১৬:১২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার কারওয়ান বাজারে ১৯ তলা বিডিবিএল ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

রোববার(২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ওই ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার এসব তথ্য জানান।

তিনি জানান, ভবনের পেছনের আগুন লাগার পর তার ছড়িয়ে পড়ে। সেখানে ডিশের তার এবং বেশ কিছু শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ছিল। তবে বিডিবিএল ভবনের অধিকাংশ অফিস বন্ধ থাকায় কেউ হতাহত হননি।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

এনএফ/জেএস/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top